নিজস্ব প্রতিবেদক : ১৫ই আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুত্রবার (১৫ আগস্ট) সকালে টঙ্গীস্থ আউচপাড়া প্রভাষক বসির উদ্দিনের বাড়িতে এ দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ আয়োজনে দেশনেত্রীর দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর নেতৃত্ব অব্যাহত থাকার জন্য বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানটি টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান ভিপি নুরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহবায়ক ও গাজীপুর-৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রভাষক বশির উদ্দিন, প্রধান অতিথির বক্তব্যে প্রভাষক বশির উদ্দিন বলেন, বেগম খালেদা জিয়া কেবল বিএনপির নয়, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিচ্ছেদ্য অংশ। তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু আমাদের জাতীয় সম্পদ। তিনি আরও বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার রক্ষায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক শেখ সুমন, গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনা, গাজীপুর যুবদল নেতা সেলিম কাজল, কাউন্সিলর পদপ্রার্থী শামীম বেপারী, ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম বেপারী, টঙ্গী পশ্চিম থানা জাসাসের সভাপতি তানসিন, টঙ্গী পশ্চিম থানা যুবদল নেতা মাহবুব মিয়াজি, পুবাইল থানা যুবদল নেতা আনোয়ার হোসেন এবং ৫৩ নং ওয়ার্ড বিএনপি নেতা লিটন প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরে বলেন, তিনবারের সফল প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশের উন্নয়ন, নারী ক্ষমতায়ন এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর মুক্তি ও সুস্থতা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য অপরিহার্য। দোয়া মাহফিলে বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। মিলাদ শেষে বিশেষ মোনাজাতে দেশনেত্রীর সুস্বাস্থ্য কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।