• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রকৃতিতে উঁকি দিচ্ছে শিতের আগমনী বার্তা জীবননগর পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলাম পুলিশের হাতে গ্রেফ’তার চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদক কারবরি আটক দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযান : ফেন্সিডিল ও গাজা সহ মাদক কারবারি স্বপন আটক টঙ্গী সাব-রেজিস্ট্রার ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি জাহাঙ্গীর সম্পাদক বকুল সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন বড়াইগ্রামে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ১০ শিবগঞ্জে সম্পত্তি আত্মসাৎ ও গাজলু (ভারসাম্যহীন) গুমের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরনের বিচারের দাবিতে টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল বৃহস্পতিবার সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া

আগুন সন্ত্রাসীদের শাস্তি নিশ্চিত হলেই নাশকতা থামবে-হানিফ 

grambarta / ১১৫ ভিউ
প্রকাশের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, যারা ইতোপূর্বে আগুন দিয়ে পুলিশসহ মানুষ পুড়িয়ে হত্যা করেছে, যারা প্রধান বিচারপতির বাড়িতে হামলা করেছে, হরতাল অবরোধের নামে বাস-ট্রেন ও ট্রাকে আগুন দিয়েছে, সেই সব প্রকৃত সন্ত্রাসীদের শাস্তি দিতে পারলেই দেশে আগামীতে এ ধরনের ঘটনা কমে আসবে। বিএনপি নেতাদের মুক্তির বিষয়ে হানিফ এমপি বলেন, কে মুক্তি পাবে আর কে পাবে না সেটা একমাত্র আদালতের উপর নির্ভর করে। তবে আমরা প্রত্যাশা করি কেউ যেন অপরাধ না করে সাজা না পায়, আবার কেউ যেন অপরাধ করে পার না পায়। গতকাল সোমবার সকালে কুষ্টিয়া সরকারি কলেজে ৩য় বারের মতো নির্বাচিত সংসদ সদস্য জননেতা মাহবুবউল আলম এমপি সংবর্ধনা এবং একাদশ ও অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ এবং বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগীর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাহবুবউল আলম হানিফ এমপির সহধর্মিনী ও লালন শাহ্ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ফৌজিয়া আলম, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা। সভাপতিত্ব করেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায়। এ সময় হানিফ এমপি আরও বলেন, নির্বাচনের পরে আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে দলকে ঢেলে সাজানোসহ কোথাও কোন বিরোধ থাকলে তা নিরসনের কর্মসূচি চলছে। আর বিএনপি ২০১২ সাল থেকে বছরে দুই বার করে সরকার পতনের কর্মসূচি দিয়ে আসছে। এসব নিয়ে সরকার আর জনগণ এখন আর কিছু ভাবে না। নতুন করে বিএনপির আন্দোলনের কথা শুনলে তার দলের লোকজনই এখন হাসে। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ আনসার আলী, ছাত্র বিষয়ক সম্পাদক অধ্যাপক লাল মোহম্মদ, অধ্যাপক আব্দুল কুদ্দুস, জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, তথ্য ও গবেষনা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম মানিক, নির্বাহী সদস্য হাবিবুল হক পুলক, জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বিএফইউজের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, শহর আওয়ামীলীগের নেতা ব্যারিষ্টার গৌরব চাকী, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ফেরদৌস খন্দকার, সাধারণ সম্পাদক, কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর