নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর পৃথক পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিকে আটক করেছে। বুধবার (১৪ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে টন থেকে ২ টা পর্যন্ত বি়ভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। সূত্রে জানাগেছে,বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চুয়াডাঙ্গা সদর সহকারী কমিশনার (ভূমি) মো:সাজ্জাদ হোসেন এর নেতৃত্বে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান ও সাহারা ইয়াসমিন সহ , মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের স্টাফদের সমন্বয়ে সদর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আটক করা হয় বেলগাছি মুসলিম পাড়ার মাসুদ রানার স্ত্রী বন্যা কে(৩০) এসময় তার নিজ দখলীয় বসতঘর মধ্যে হইতে উদ্ধার করা হয় ২’শ গ্রাম গাঁজা। উক্ত গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১’শ টাকা অর্থদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন। এদিকে বেলগাছি রেলগেট এলাকায় অভিযান পরিচালনা করে আটক করা হয় বিশারত মন্ডলের ছেলে হাবিবুর রহমান কে (২০) এসময় তার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় ১’শ গ্রাম গাঁজা উক্ত গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১’শ টাকা অর্থদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন। আরেকটি অভিযান পরিচালনা করেন বেলগাছি পাড়াস্থ মসজিদের সামনে এসময় আটক করা হয় আবদুল মান্নানের ছেলে স্বপন কে (২৭), তার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় ৫০ গ্রাম গাঁজা উক্ত গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।