• রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
টঙ্গীতে দুই শিশুকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন মা: পুলিশ টঙ্গীতে ফ্লাট বাসায় ভাই-বোনকে কুপিয়ে হত্যা দর্শনা জয়নগর আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার গাজীপুরে ১৮ রাউন্ড গুলি ও বিদেশি পিস্তল সহ গ্রেপ্তার-৩ গাজীপুরে ওসির প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ গাজীপুর সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দুদকের অভিযান সহ সারাদেশে একযোগে ৩৫টি সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দুদকের অভিযান  চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযান : ২০ পিচ প্যাথেডিন সহ আটক-১ সড়ককে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক বিভাগের আয়োজনে জীবননগরে ইজিবাইক/থ্রি হুইলার চালকদের সচেতনতামূলক প্রশিক্ষণ গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে টঙ্গীতে তা’মীরুল মিল্লাত শিক্ষার্থীরদের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় হামলার শিকার হয়েছেন সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক মেহেদী হাসান

চুয়াডাঙ্গায় কারাবন্ধী আসামির মৃত্যু : পরিবারের অভিযোগ হত্যা

grambarta / ২০৪ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গায় চুরি মামলায় জেলা কারাগারে থাকা আসামি মিঠু মিয়া (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করে তাকে মারা হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে তার মৃত্যু নিশ্চিত করেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভা‌গে কর্মরত ডা. আল ইমরান জু‌য়েল। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে জেলা কারাগার থে‌কে চুয়াডাঙ্গা সদর হাসপাতা‌লের মে‌ডি‌সিন বিভা‌গে ভ‌র্তির পর তার মৃত্যু হয়। দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামের ফজলু মিয়ার ছেলে। তিনি দামুড়হুদা থানার ১৮/২৪ নম্বর মামলার ৩৭৯/৪১১ ধারার আসামি। প‌রিবা‌রের দা‌বি মি‌থ্যা চু‌রির অপবা‌দে গণ‌পিটু‌নি নির্যাত‌নের কার‌ণে মিঠু মারা‌গে‌ছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের শা‌স্তি চাই।চুয়াডাঙ্গা জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেল সুপার দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, মিঠু মিয়া গত ১৭ ফেব্রুয়ারি একটি চুরি মামলায় কারাগারে আসেন। মঙ্গলবার রাতে তিনি অসুস্থবোধ করেন। এ সময় দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। হাসপাতা‌লে চি‌কিৎসা‌ধিন অবস্থায় রাত ১টার দি‌কে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। নিহত মিঠু মিয়ার বড় ভাই বাবলু, বড় বোন দ‌লিয়ারা খাতুন, দুলাভাই ছুরাপ হো‌সেন, চাচা আব্দুল হান্নান ও প্রতি‌বেশী বাবু জানান, মিঠু রাজ মি‌স্ত্রির কাজ কর‌ত। ঘটনার রা‌তে মিঠু রাস্তায় হাঁট‌তে হাঁট‌তে মোবাই‌লে কথা বল‌ছিল। একপর্যায়ে গ্রা‌মের শেষ পাড়ার ক‌য়েকজন তা‌কে ধ‌রে বেধড়ক মার‌পিট ক‌রে ও রাস্তায় ফে‌লে সর্বাঙ্গে চটকায়। প‌রে তা‌কে ভ‌গিরাথপুর গ্রা‌মের ইকতার মেম্বারের বা‌ড়ি আট‌কে রা‌খে। সংবাদ পে‌য়ে আমরা মেম্বা‌রের বাড়ি‌তে গে‌লে মিঠুর সা‌থে আমা‌দের দেখা কর‌তে কথা বল‌তে দেয়‌নি। প‌রে তা‌কে ভ‌গিরাথপুর ক্যাম্প‌ পু‌লি‌শের কা‌ছে দেয়া হয়। মিঠু‌কে ক্যা‌ম্পে দেয়ার পর দুলাভাই ছুরাপ হো‌সেন তার সা‌থে দেখা করে। এ সময় মিঠুর কান ও নাক দি‌য়ে রক্ত পানি ঝর‌ছিল ব‌লে জানান তিনি । চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আল ইমরান জুয়েল জানান, মঙ্গলবার রাত সা‌ড়ে ১১টার দি‌কে জেলা কারাগা‌রের পুলিশ সদস্যরা এক আসামিকে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের পুরুষ মে‌ডি‌সিন ওয়া‌র্ডে ভর্তির পরে চিকিৎসাধিন অবস্থায় ঘণ্টাখানেক পর তার মৃত্যু হয়। তার লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুলাভাই ‌ছুরাপ হো‌সেন অভি‌যোগ ক‌রে ব‌লেন, পু‌লিশ ক্যা‌ম্পে মিঠু‌কে দেওয়ার পর মেম্বার ইকতার আমা‌কে ব‌লে পু‌লিশ‌কে ১৫ হাজার টাকা দি‌তে হ‌বে। টাকা না দি‌লে পু‌লিশ রাতে মিঠু‌কে মার‌বে। কিন্তু ওই রা‌তে আমরা টাকা ম্যা‌নেজ কর‌তে পা‌রে‌নি।ন‌তি‌পোতা ইউ‌নিয়‌নের ৩ নম্বর ওয়ার্ড ভ‌গিরথপুর গ্রা‌মের ইকতার মেম্বার এ অভি‌যোগ অস্বীকার ক‌রেছেন। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, গত ১৬ ফেব্রুয়ারি রাতে ভ্যান চুরির অপরাধে স্থানীয়রা মিঠু মিয়া নামের এক ব্যক্তিকে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে। পরদিন সকালে তাকে চুরির মামলায় আদালতে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর