• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রকৃতিতে উঁকি দিচ্ছে শিতের আগমনী বার্তা জীবননগর পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলাম পুলিশের হাতে গ্রেফ’তার চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদক কারবরি আটক দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযান : ফেন্সিডিল ও গাজা সহ মাদক কারবারি স্বপন আটক টঙ্গী সাব-রেজিস্ট্রার ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি জাহাঙ্গীর সম্পাদক বকুল সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন বড়াইগ্রামে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ১০ শিবগঞ্জে সম্পত্তি আত্মসাৎ ও গাজলু (ভারসাম্যহীন) গুমের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরনের বিচারের দাবিতে টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল বৃহস্পতিবার সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া

পবিত্র মাহে রমজান উপলক্ষে টঙ্গীতে সুলভ মূল্যে নিত্যপণ্য বিক্রয়ের উদ্বোধন

grambarta / ৮৬ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪

জাহাঙ্গীর আলম : রমজান মাসে ভোগ্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সুলভ মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে গাজীপুর মহানগর ব্যবসায়ী কল্যাণ সংগঠন । শনিবার (১৬ ই মার্চ) দুপুরের পর ঐতিহ্যবাহী টঙ্গী বাজার গোল চত্বর মার্কেটের সামনে সাশ্রয়ী মূল্যে সাধারণ জনগণের মধ্যে ভোগ্যপণ্য সামগ্রী বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল (এমপি) অনুষ্ঠানের উদ্বোধন করেন গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন সরকার, গাজীপুর মহানগর ব্যবসায়ী কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, সংগঠনের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন মোল্লা, ইসমাইল হোসেন, সদস্য জাব্বার বেপারী , টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, সোনালী আর্কেট মার্কেটের সাধারণ সম্পাদক, মুজিবুর রহমান প্রমুখ। প্রধান অতিথি জাহিদ আহসান রাসেল এমপি ও গাজীপুর জেলা প্রশাসক এই উদ্যোগের জন্য ব্যবসায়ী ও ব্যবসায়ী নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এসময় প্রধান অতিথি ও উদ্ধোধক বলেন আপনাদের এ ধরনের কার্যক্রমে সমাজের অন্যান্য ব্যবসায়ীদের মাঝে প্রভাব পড়বে। আমরা চাই ন্যায্য মূল্যে ক্রেতারা যেন তাদের পণ্য ক্রয় করতে পারে। তিনি আরো বলেন ব্যবসায়ীদের সহযোগিতায় জয়দেবপুর , গাজীপুর হাড়িনাল এবং টঙ্গী বাজারে আমরা এ ধরনের কার্যক্রম শুরু করতে পেরেছি। উপজেলা শহরগুলোতে একটি করে সুলভ মূল্যের দোকান থাকবে। আগামী ঈদ পর্যন্ত ক্রেতারা তাদের পণ্য ক্রয় করতে পারবে সুলভ মূল্যে। ব্যবসায়ী সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন , আমাদের সংগঠনের পক্ষ থেকে পক্ষ থেকে প্রতিবছর রমজানের আগে তেল, আটা, ময়দা, সুজি,ছোলা বুট , ডাল, দুধ চিনি সহ বেশ কিছু পণ্য সুলভ মূল্যে বিক্রির উদ্যোগ গ্রহণ করা হয়। এই কার্যক্রম রমজান মাসব্যাপী চলমান থাকবে। প্রতিদিন ক্রেতারা সকাল ১১ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এখান থেকে সহজে পন্য করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর