• শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০১:০৪ অপরাহ্ন

টঙ্গীতে সোনাভান বিপনী বিতান দোকান মালিক সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

grambarta / ১৫৭ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪

জাহাঙ্গীর আলম : গাজীপুরের টঙ্গীতে টঙ্গী বাজার সোনাভান বিপনী বিতান দোকান মালিক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মার্চ) বিকাল ৬ টায় বন্ধন কমিউনিটি সেন্টারে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোকান মালিক সমিতির সভাপতি হাজী মোঃ হানিফ মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,গাজীপুর সিটি কর্পোরেশনের সংরক্ষিত ৫৫,৫৬ ও ৫৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র রাখি সরকার, সমিতির উপদেষ্টা ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন সরকার, সাংবাদিক মহিউদ্দিন সরকার । সোনাভান বিপনী বিতানের দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহ্ আলমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন

সোনাভান ব্যবসায়ী কমিটির সিনিয়র সহ- সভাপতি ইমরান চৌধুরী, ওসমান গনি উজ্জ্বল, টঙ্গী চাউল ব্যবসায়ী সমিতির সভাপতি জামাল উদ্দিন,সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সোনাভান বিপনী বিতান দোকান মালিক সমিতির সহ-সভাপতি আব্দুল করিম সরকার, সহ- সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, কোষাধক্ষ মোবারক হোসেন ভূঁইয়া, প্রচার সম্পাদক হাসান, হাজী ইসমাঈল হোসেন, প্রমুখ। এসময় বিশেষ অতিথির বক্তব্যে প্যানেল মেয়র রাখি সরকার বলেন মার্কেটটি দ্রুত কিভাবে সংস্কার ও নতুন করে তৈরি করা যায় এ বিষয়ে মেয়রের সাথে তিনি আলোচনায় বসবেন, কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকার বলেন, এই মার্কেট ভাঙা নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা হচ্ছে। আসলে এ মার্কেট রাখা না রাখার বিষয়ে আমার কোন ক্ষমতা নেই। মার্কেট ভাঙ্গা বা নির্মাণ করার ক্ষমতা একমাত্র গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়রের। এই মার্কেটে আমার একাধিক দোকান আছে এজন্য আমি দোকান ভাঙতে কালক্ষেপণ করছি মর্মে সম্প্রতি কিছু মিডিয়া ভুল তথ্য পরিবেশন করে আমার মান-সম্মান ক্ষুন্ন করার চেষ্টা করছে। আপনারা সিটি কর্পোরেশনের সম্পত্তি বিভাগে খোঁজ নিয়ে দেখতে পারেন মার্কেটে আমার কোন দোকান নেই, আমার চৌদ্দগুষ্টি কারোরই দোকান নেই। আপনারা খোঁজ নিয়ে যদি আমার নামে কোনো দোকান বরাদ্দ পান তাহলে আমার বিরুদ্ধে যা খুশি তাই লিখেন। এছাড়া মিথ্যা সংবাদ পরিবেশন করে বিতর্কিত না করার আহবান জানান তিনি । আলোচনা সভায় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুনের সুদৃষ্টি কামনা করে ব্যবসায়ীরা বলেন টঙ্গী বাজার সোনাভান বিপনী বিতান মার্কেটটি ব্যবসায়ীদের প্রতিস্থাপনের মাধ্যমে সংস্কার করে ব্যবসার উপযোগী করে গড়ে তোলা যায় সেই আহবান জানান। আলোচনা সভা শেষে উপস্থিত সকলের মাঝে ইফতারের খাবার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর