• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম
চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদক কারবরি আটক দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযান : ফেন্সিডিল ও গাজা সহ মাদক কারবারি স্বপন আটক টঙ্গী সাব-রেজিস্ট্রার ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি জাহাঙ্গীর সম্পাদক বকুল সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন বড়াইগ্রামে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ১০ শিবগঞ্জে সম্পত্তি আত্মসাৎ ও গাজলু (ভারসাম্যহীন) গুমের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরনের বিচারের দাবিতে টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল বৃহস্পতিবার সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া দর্শনায় আখরোপন লক্ষ্যমাত্রা অর্জন ও পরিস্কার -পরিচ্ছন্ন আখ সরবরাহ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত  তারা যেন আবেগের বশে জাতির প্রত্যাশার বাইরে কাজ না করে, চুয়াডাঙ্গায় জামায়াতের আমির

দামুড়হুদায় পুলিশের প্রত্যক্ষ মধ্যস্থতায় ভেঙে যাওয়া সংসার জোড়া লাগালো পুলিশ

grambarta / ৪৪০ ভিউ
প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : পুলিশের প্রত্যক্ষ মধ্যস্থতায় ভেঙে যাওয়া সংসার জোড়া লাগালো পুলিশ। জানাগেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হুদাপাড়া গ্রামের হিমাদুল হকের ছেলে তারিকুল ইসলামের সাথে গত আনুমানিক ১০ বছর পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হন উপজেলার কুতুবপুর গ্রামের আরজুল্লার মেয়ে খাদিজা খাতুন। বেশ সুখেই সংসার করছিলো তারা। সংসার জীবনে কয়েক বছর পর তাদের কোলজুড়ে আসে একটি কন্যা সন্তান। আর সেই কন্যা সন্তান তাসনিয়ার বয়স এখন ৫ বছর। গত কয়েক মাস যাবত পারিবারিক কলহের সৃষ্টি হয় তারিকুল-খাদিজা দম্পতির মধ্যে। এক পর্যায়ে তারিকুল ইসলাম খাদিজা খাতুনের সাথে বিবাহ বিচ্ছেদের মতো ঘটনা ঘটায়। যে বিষয়টি কোনো ভাবেই মেনে নিতে পারছিলো না খাদিজা খাতুন। কোনো ভাবেই বিষয়টি সমাধানের পথ খুঁজে পাচ্ছিল না খাদিজা খাতুন। এক পর্যায়ে দারস্থ হন দামুড়হুদা মডেল থানা পুলিশের। খাদিজা খাতুন সমস্ত বিষয়াদি খুলে বলেন দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির কে। (ওসি) আলমগীর কবির তাকে(খাদিজা খাতুনকে) লিখিত অভিযোগ করতে পরামর্শ দেন। খাদিজা খাতুন লিখিত অভিযোগ করেন স্বামীর বিরুদ্ধে। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির অভিযোগটি গুরুত্ব সহকারে দেখে সমাধানের বিষয়ে দায়িত্ব দেন দামুড়হুদা মডেল থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুর রহমান শেখ কে। উপপরিদর্শক (এসআই) তৌহিদুর রহমান শেখ বাদী বিবাদী উভয় পক্ষকে তাদের অভিভাবকদের নিয়ে থানায় আসতে বলেন।

গত বৃহস্পতিবার বিকেলে উভয় পক্ষ থানায় আসলে তাদের সমস্যার কথাগুলো শুনে সমাধানের পথ খুঁজেন। এক পর্যায়ে তারা উভয়ে চিন্তা ভাবনা করে পুনরায় আবারো সুখে শান্তিতে সংসার করার প্রতিশ্রুতি দিলে তাতে সবাই সম্মতি জানাই। সবাই যখন রাজী তখন থানায় ডাকা হয় কাজী। ইসলামি শরীয়ত মোতাবেক তারিকুল ইসলাম-খাদিজা খাতুন আবারো কলেমা পড়ে নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের এই বন্ধন দেখে হাসিফুটে ৫বছর বয়সী মেয়ে তাসনিয়ার মুখে। বাবা মাকে আবার একসাথে পেয়ে বড্ড খুশি হয় তাসনিয়া। এসময় উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি, উভয় পরিবারের সদস্য ও নব দম্পতিকে মিষ্টি মুখ করান উপপরিদর্শক (এসআই) তৌহিদুর রহমান শেখ। পুলিশের এমন ভূমিকায় সর্ব মহলে প্রশংসিত দামুড়হুদা মডেল থানা।
দামুড়হুদা মডেল থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুর রহমান শেখ বলেন, দামুড়হুদা মডেল থানার (ওসি) আলমগীর কবির আমাকে অভিযোগ টি তদন্তের দায়িত্ব দিয়ে সুন্দর ভাবে সমস্যাটি সমাধানের ব্যবস্থা করতে বলেন। আমি বৃহস্পতিবার বিকেলে বাদী-বিবাদীদের অভিভাবক সাথে নিয়ে থানায় আসতে বলি। উভয়ে থানায় আসার পর বিভিন্ন কৌশলে তাদের বুঝিয়ে ভেঙে যাওয়া সংসারটি জোড়া লাগানোর চেষ্টা করে এক পর্যায়ে সফল হয়েছি। তারা ইসলামি শরীয়ত মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সুখে শান্তিতে সংসার করবে বলে সকলের সম্মুখে প্রতিশ্রুতিব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর