• সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন

হরিণাকুণ্ডুতে আগুনে পুড়ে ছাই ৯ বিঘা জমির পানের বরজ

grambarta / ৪৯৩ ভিউ
প্রকাশের সময় : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ৮ কৃষকের প্রায় ৯ বিঘা জমির পানের বরজ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার সকাল সাড়ে এগারোটার দিকে শহরতলির শুড়া এলাকার কাটাখালি মাঠে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ওই কৃষকদের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বিড়ি-সিগারেট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীদের। ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন, পৌরসভার শুড়া গ্রামের খোদা বক্স, বাদল হোসেন, টিটুল মিয়া, শিলন জোয়ার্দার, মিলন জোয়ার্দার, জাকির হোসেন, রেজাউল ইসলাম ও হাফিজুর রহমান। ক্ষতিগ্রস্ত কৃষক খোদা বক্স জানান, তিনি ২০ শতক জমিতে পানের আবাদ করেছিলেন। এতে তার প্রায় লাখ টাকা ব্যয় হয়েছিল। ক্ষেতে পানের ফলনও ভালো হয়েছিল। আজ-কালের মধ্যেই পান বিক্রি করার কথা ছিল। কিন্তু আগুনে পুড়ে তার সব শেষ হয়ে গিয়েছে। বাদল নামে আরও এক কৃষক বলেন, এবার আমি ৩০ শতাংশ জমিতে পানের আবাদ করেছিলাম। মহাজনদের কাছ থেকে ধারদেনা করে সার ও কীটনাশক নিয়েছিলাম। এই পানের আবাদে আমার প্রায় দুই লাখ টাকা ব্যয় হয়েছে। এবার পানের ফলন ভালো হয়েছিল। এই সপ্তাহে ক্ষেতের পান বিক্রি করতে চেয়েছিলেন। প্রায় ৭-৮ লাখ টাকার পান বিক্রি হতো। কিন্তু আগুনে পুড়ে আমার সব শেষ হয়ে গেল। এখন মহাজনদের ঋণ কীভাবে পরিশোধ করব। হরিণাকুণ্ডু ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. মাসুদ জানান, বিড়ি-সিগারেট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। এতে ৯ কৃষকের ২৫-৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ওসি মো. জিয়াউর রহমান বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে সিগারেট থেকে আগুনের সূত্রপাত। তবে এ বিষয়ে তদন্ত চলছে। শেষ হলে প্রকৃত কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর