• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন বড়াইগ্রামে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ১০ শিবগঞ্জে সম্পত্তি আত্মসাৎ ও গাজলু (ভারসাম্যহীন) গুমের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরনের বিচারের দাবিতে টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল বৃহস্পতিবার সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া দর্শনায় আখরোপন লক্ষ্যমাত্রা অর্জন ও পরিস্কার -পরিচ্ছন্ন আখ সরবরাহ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত  তারা যেন আবেগের বশে জাতির প্রত্যাশার বাইরে কাজ না করে, চুয়াডাঙ্গায় জামায়াতের আমির চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ ফেনসিডিলসহ জামাই-শাশুড়ি আটক ধর্ষণ মামলা তুলে না নেয়ায় বাদীকে হত্যার চেষ্টা,  নিরাত্তাহীনতায় ভুক্তভোগী খাওয়া-দাওয়া শেষে বিয়ে না করেই চলে গেলেন বর

“দুয়ে-দুয়ে চার” নিলুফার লিনা

grambarta / ২০ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

“দুয়ে-দুয়ে চার”
নিলুফার লিনা

দিনের শেষে আমরা যারা খুলি হিসেবের খাতা তেমন কিছু পাইকি খুঁজে? শূন্যতেই সব গাঁথা।

লেখাপড়া, গানবাজনা, নাটক, কাজ যত হিসেবকে দূরে ঠেলতেই বোধকরি এই আয়োজন শত।

দিনের শেষে আসামির কাঠগড়া তার জন্যই বেশ পাকাপোক্ত।
দ্বায়িত্ব, কর্তব্য, নিয়মনীতি পালনে নেই যার কোন বালাই দিনের শেষে এত পেয়েও অভিযোগ অনুযোগে তারাই সকলকে চোখ রাঙায়।

ঘাড়ভাঙ্গা খাটুনি আর দ্বায়িত্বের চোরাবালিতে যে মগ্ন আমরা যারা অন্যায় আর অত্যাচারে বাদশাহী চাল চালছি, দিনের শেষে হিসাবে কি তারা দুয়ে-দুয়ে চার পাচ্ছি?

সমাজ, সমাজ, সমাজ, আর কতো-ধ্বনি তুলবো- সমাজকে এতা ভালোবেসে বল, কেউ কি কিছু পেলো?
অন্যায়, অবিচার আর নেতিবাচকতা যে সমাজের বুকে।
তাকে কেনো মোরা- শ্রেষ্ঠত্বের মুকুট দিচ্ছি ঘটা করে।

তাই তো বলি, সময় থাকতে জ্ঞানীগুনী যারা সাবধান, স্রোতে ভাসিয়োনা গা।
দিনের শেষে জ্ঞানের হিসাব নিতে, স্বয়ং স্রষ্টাও ছাড়বেনা।
জীবন নামের সূর্য যখন অস্ত যাবে পাটে।

বোবা কালা আর নিথর যারা মুচকি হেসে সাক্ষ্য দিতে বোল ফুটাবে ঠোঁটে!
শূন্য হাতে আসি আমরা আবার খালি হাতেই ফেরত যাই ইহলোকে তাই দুয়ে-দুয়ে চার
কখনোই হবার নয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর