• বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদীতে মৎস্য অধিদপ্তরের অভিযান, অবৈধ জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস সাইফুল হত্যাকান্ডের বিচারের দাবিতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ চুয়াডাঙ্গায় চাকরি ফেরত পাওয়ার দাবিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের বিক্ষোভ ও স্মারকলিপি পেশ নাটোরে স্কুল শিক্ষিকার স্বর্ণের চেইন ছিনতাই : স্থানীয়দের সহযোগিতায় পাঁচ নারী আটক যশোরের শার্শায় বিএনপি’র গণ সমাবেশে হামলা আহত-৭ দামুড়হুদায় মাদকদ্রব্য ও সেনাবাহিনীর যৌথ অভিযান : ১৮৫ বোতল ফেনসিডিল সহ মাদক কারবারি আটক চুয়াডাঙ্গা ডিবি পুলিশের অভিযানে ২০ বোতল বিদেশি মদ সহ একজন আটক চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন: বিএনপি সমর্থিত ১৫ প্রার্থীকে বিজয়ী ঘোষণা সিংড়া শহর পরিচ্ছন্ন রাখতে উপজেলা প্রশাসনের ডাস্টবিন বিতরণ টঙ্গী বিশ্ব ইজতেমা সফল করতে মাঠ প্রস্তুতির কাজে ব্যস্ত মাদ্রাসার ছাত্র, মুসল্লি ও তাবলীগের সাথীরা

চুয়াডাঙ্গায় চাকরি ফেরত পাওয়ার দাবিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের বিক্ষোভ ও স্মারকলিপি পেশ

grambarta / ১৫ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : চাকরি ফেরত পাওয়ার দাবিতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন পিলখানা হত্যাকান্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। বুধবার সকাল সাড়ে ১১টায় প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রদান করা হয়। জানাগেছে, আওয়ামী সরকার আমলে ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় সেনাবাহিনীর কয়েকজন অফিসারকে হত্যা করা হয়। ওই সময় অনেক বিডিআর সদস্যকে অভিযুক্ত করে বিচারের আওতায় আনা হয়। এ ঘটনায় চুয়াডাঙ্গার বেশ কয়েকজন বিডিআর সদস্যরা চাকরি হারান। বুধবার চুয়াডাঙ্গার চাকুরিচ্যুত বিডিআর সদস্যরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদান শেষে তারা বিক্ষোভ মিছিল সহকারে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। স্মারকলিপিতে তারা উল্লেখ করেছেন, ‘বিগত ২৫/২৬ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে পিলখানাসহ সারাদেশের ইউনিটসমূহে যে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছিলো তা তৎকালীন খুনি হাসিনার চক্রান্তে এবং ভারতীয় ‘র’ বাহিনী দ্বারা ঘটিয়ে তার পিতার হত্যার প্রতিশোধ নিয়েছিলো। তার প্রতিদানে পিলখানাসহ সকল ইউনিট সমূহে অবৈধ আদালত স্থাপন করে। সেই আদালতে ছিলোনা আমাদের বাক স্বাধীনতা, কোন আইনজীবি নিয়োগ দেয়াও নিষেধ ছিলো। এমনকি যিনি বিচারক তিনিই ছিলেন শাস্তিদাতা। যা পৃথিবীর কোন দেশেও হয়তো এমন নিয়ম নেই। আমরা অত্যন্ত অসহায় হয়ে পড়েছি। সারা দেশে প্রায় ১৮ হাজার ক্ষতিগ্রস্থ বিডিআর সদস্য রয়েছেন। আমাদের দ্বারা টেকনাফ হতে তেঁতুলিয়া পর্যন্ত রাষ্ট্র কিংবা সমাজের কোন ক্ষতি হয়নি। আপনি আমাদের একমাত্র অভিভাবক, আমাদের জরাজীর্ন সংসার জীবনের দিকে আপনার সুমহান দৃষ্টি দিয়ে ওই অবৈধ আদালত বিলুপ্ত ঘোষণা পূর্বক পুনরায় আমাদের চাকরীতে যোগদানের ব্যবস্থা করার জন্য অতি বিনয়ের সহিত আবেদন করছি। বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদানকালে চাকুরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর