নিজস্ব প্রতিবেদক : টঙ্গী সরকারি কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী শহিদ ফাহমিন জাফর, রেদওয়ান হোসেন ও শাকিল হোসেন এবং আহতদের স্মরণে এবং জুলাই গণঅদ্ভুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে টঙ্গী সরকারি কলেজে এক স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে টঙ্গী সরকারি কলেজ অডিটোরিয়াম হলরুমে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর লায়লা হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী সরকারি কলেজের উপাধ্যাক্ষ প্রফেসর ফারজানা পারভীন,শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ডঃ মোঃ আবুল কালাম আজাদ, ইংরেজি বিভাগের অধ্যক্ষ তাহমিননা সুবহা,সহিদ ফাহমিন জাফর মা লিলি বেগম ,শাকিল হোসেন এর বাবা বেলায়েত হোসেন,,বৈষম্য বিরোধী ছাত্র নেতা সাইফুল ইসলাম আকাশ,ছাত্রদলের সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান তানজিদ,যুগ্ন আহবায়ক এম এইচ আরিফ,আহবায়ক সদস্য ইমতিয়াজ আহমেদ সিজান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন আজকে যাদের আত্মত্যাগের বিনিময়ে এই পরিবর্তিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমরা পেয়েছি এই স্বাধীনতার সুফল যদি আমাদের বাস্তবায়ন করতে হয় তাহলে বৈষম্যহীন সমাজ নির্মাণে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে । আমরা কিন্তু বৈষম্যের বিরোধী আন্দোলন করেই শহীদের বিনিময়ে আজকের এই পর্যায়ে এসেছি। অনুষ্ঠানটি আলোচনা শেষে জুলাই গণঅদ্ভুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত করা হয়। উল্লেখ্য জুলাই আগস্ট গণঅদ্ভুত্থানে টঙ্গী সরকারি কলেজের ৩ জন শিক্ষার্থী ফাহমিন জাফর, রেদওয়ান হোসেন ও শাকিল হোসেন উত্তরায় নিহত হয়েছে।