• বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন

টঙ্গী সরকারি কলেজে শিক্ষক পরিষদের নির্বাচন সম্পন্ন : প্রফেসর ড.আবুল কালাম আজাদ সম্পাদক নির্বাচিত

grambarta / ১০১ ভিউ
প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

জাহাঙ্গীর আলম : টঙ্গী সরকারি কলেজে শিক্ষক পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। নবম বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রফেসর ড.আবুল কালাম আজাদ প্রতিটি কলেজ শিক্ষক পরিষদের মাধ্যমে  শিক্ষাদানে পেশাগত মান উন্নয়ন ও নিয়ন্ত্রণ করে জনসাধারণকে রক্ষা করার কাজ করে। শিক্ষকদের বিধিবদ্ধ নিবন্ধনের মাধ্যমে, একটি উচ্চ যোগ্য শিক্ষকতা পেশা নিশ্চিত করে, যার সদস্যরা পেশাদার দক্ষতা এবং আচরণের উচ্চ মান পূরণ করে এবং বজায় রাখে। ঐতিহ্যবাহী টঙ্গী সরকারি কলেজ শিক্ষক পরিষদ নির্বাচনে তিন জন বিশিষ্ট  নির্বাচন কমিশন গঠন করে   সকাল ১১ টা থেকে ভোট কার্যক্রম শুরু হয়। শিক্ষক পরিষদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন, টঙ্গী সরকারি কলেজ রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এ কে এম এমদাদুল হক, এছাড়াও আরো দুইজন নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন,ড. বিমল মল্লিক এবং জনাব শাম্মি আক্তার মিলি। টঙ্গী সরকারি কলেজ শিক্ষক পরিষদ নির্বাচনে গঠনতন্ত্র অনুযায়ী  পদাধিকারবলে সভাপতি হন কলেজর অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম এবং সহসভাপতি প্রফেসর ফারজানা পারভীন। এছাড়া টঙ্গী সরকারি কলেজ শিক্ষক পরিষদ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করেন প্রফেসর ড.আবুল কালাম আজাদ এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মুহাম্মদ মুহসিন। শিক্ষক পরিষদ নির্বাচনে সর্ব মোট ভোটার সংখ্যা ৮৭ জন, তার মধ্য থেকে ৮১ জন ভোটার স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দেন। নির্বাচনের ফলাফল ঘোষণা করলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মুহাম্মদ মুহসিন ৩৬ ভোট পেয়েছে এবং ড. আবুল কালাম আজাদ ৪৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নবম বারের মতো নির্বাচিত হয়। নবম বারের মতো নব নির্বাচিত সাধারণ সম্পাদক প্রফেসর ড.আবুল কালাম আজাদ বলেন,আমি নবম বারের মতো টংগী সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক নির্বাচিত হয়েছি।বাংলাদেশের ইতিহাসে এটা রেকর্ড।বাংলাদেশের ইতিহাসে কোনো সরকারি কলেজে শিক্ষক পরিষদের সম্পাদক ৯ বার সরাসরি শিক্ষকদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়া সত্যিই ভাগ্য। এই বিজয় টংগী সরকারি কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের। এই প্রতিষ্ঠানের সৌন্দর্য ,উন্নয়ন ও শিক্ষার্থীদের মানোন্নয়নে আরো সহায়ক হবে বলে মনে করি। সাথে সাথে শিক্ষক- শিক্ষার্থীদের মধ্যে একটি সুন্দর সম্পর্ক ও সেতুবন্ধন তৈরি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর