নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে টঙ্গীতে ২৬ শে ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে টঙ্গী পশ্চিম থানা এলাকায় খাঁপাড়া কনফিডেন্স কনফিডেন্স স্কুলে প্রায় এক হাজার হত দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক ছাত্রদলের নেতৃবৃন্দ। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক শেখ সুমন বলেন, আগামীতে সবাই মিলে একটি সুষ্ঠু সমাজ গড়ে তুলব। সমাজের সবাই সবার পাশে দাঁড়াবে। এই দেশে কেউ আর না খেয়ে থাকবে না, শীতে কষ্ট পাবে না। সকল নাগরিক নিয়েই গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ।কম্বল বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর, সদস্য সচিব রাতুল ভুইয়া, ছাত্রদল নেতা আব্দুর রব সহ যুবদল স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ওমোনাজাত করা হয়।