নিজস্ব প্রতিবেদক : টঙ্গীতে কিশোর কিশোরীদের মধ্যে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন টঙ্গী আরবান প্রোগ্রামের তত্ত্বাবধায়নে কিশোর-কিশোরীদের সার্বিক পরিচালনায় সাহাজউদ্দিন সরকার স্কুল এন্ড কলেজ মাঠে ১০ ফেব্রুয়ারি সোমবার দিনব্যাপী যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক লার্নিং ক্যাম্প ও মিলন মেলার আয়োজন করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশন টঙ্গী শিশু ও যুব ফোরামের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে ৩০ জন প্রশিক্ষিত কিশোর-কিশোরী প্রশিক্ষক হিসেবে ২৫০ জনের অধিক প্রশিক্ষণার্থীকে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা সৃষ্টি করেন। উক্ত ক্যাম্পে ১০টি তাঁবুর মাধ্যমে জেন্ডার এবং সেক্স, লিঙ্গ এবং লিঙ্গ বৈষম্য, নারী ও পুরুষের দৈহিক গঠন, শারীরিক-মানসিক ও আচরণগত পরিবর্তন সমূহ, মেয়েদের মাসিক ব্যবস্থাপনা, যৌন রোগ সংক্রমণ ও প্রতিকার, ভালো স্পর্শ ও খারাপ স্পর্শ, সন্তানের ব্যক্তিগত নিরাপত্তা, ধর্ষণ বিষয়ক ভ্রান্ত ধারণা, অপসংস্কৃতি এর ক্ষতিকারক দিক ও নেতিবাচক পুরুষত্ব সহ নানাবিধ বিষয় তুলে ধরা হয়। অনুষ্ঠানেটঙ্গী আরবান এরিয়া প্রোগাম ম্যানেজার মানষ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিভিল সার্জন অফিসের সিনিয়র মেডিকেল অফিসার ডা.আফসানা হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিভিল সার্জন অফিসের সিনিয়র এডুকেশন অফিসার নুরুল ইসলাম এডভোকেসি এবং ক্যাম্পেইন কো-অডিনেটর ফেরদৌসি আলম, শাহাজ উদ্দিন সরকার আদর্শ কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম সরকার, ইংরেজি বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, জসীমউদ্দীন প্রমুখ। অতিথিরা অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন আমরা সত্যিই অভিভূত এমন অনন্য উদ্যোগের স্বাক্ষী হতে পেরে। বর্তমান সময়ে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক জ্ঞান থাকা একান্ত আব্যশক, বিশেষ করে কিশোর-কিশোরীদের মধ্যে। এ ধরণের ক্যাম্পে সকলের সরব অংশগ্রহণ যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক জ্ঞানের পরিধি বৃদ্ধিতে ব্যাপক সহায়তা করবে, যা সকলের জন্য অনুকরণীয়। বক্তারা বলেন টঙ্গী আরবান প্রোগ্রাম আয়োজিত এ ক্যাম্প অতি অল্প সময়ে অধিক কিশোর-কিশোরীদের মাঝে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক জ্ঞান বিতরণে চমৎকার এক উদাহরণ হয়ে থাকবে। অনুষ্ঠানের শেষ অংশে ক্যাম্পে অংশগ্রহণকারী শিশু ও কিশোর কিশোরীদেও মধ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কার বিতরণ করা হয়।