নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে মাওলানা সাদ কান্দলভী অনুসারীদের বিশ্ব ইজতেমায় দ্বিতীয় পর্বে তিন মুসল্লীর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারী) সকালে মিডিয়া সমন্বয়ক মোঃ সায়েম জানান, ইজতেমায় শুক্রবার রাত সাড়ে ১০ টায় নড়িয়া, শরীয়তপুরের মৃত এলেম শেখের ছেলে আব্দুল আজিজ শেখ (৬০) ইন্তেকাল করেছেন। তিনি বলেন, এর আগে আরো দুইজনের মৃত্যু হয়েছে। মৃত্যু ব্যাক্তিরা হলো নাজমুল হোসেন (৭৫), পিতা- মৃত মজিবর পন্ডিত, গ্রাম- চকপাতালিয়া, পো: খামার কান্দি থানা-শেরপুর জেলা- বগুড়া (খিত্তা-৭২) এবং মৃত দিদার তরফদার (৫৫), পিতা মৃত তৈয়ব আলী তালুকদার, গ্রাম- বাঙ্গালগলি, পো: শিপিয়ার্ড, থানা- লবনচরা, খুলনা সদর, জেলা- খুলনা। শুক্রবার রাত ৯:০৫ মিনিটে নাজমুল হোসেনকে খিত্তা-৭২ হতে শ্বাসকষ্ট জনিত কারণে অসুস্থ হয়ে টংগী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গত বৃহস্পতিবার দুপুর ১:১০ মিনিটে দিদার তরফদারকে খিত্তা-৪১ হতে শ্বাসকষ্ট জনিত কারণে অসুস্থ হয়ে টংগী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে মৃত্যু বরণ করে।