• শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন

মাসব্যাপী গণইফতার আয়োজন,দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু টঙ্গী

grambarta / ৩৮ ভিউ
প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : সুবিধাবঞ্চিতদের জন্য মাসব্যাপী ইফতারে আয়োজনের দ্বিতীয় ধাপের কার্যক্রম আগামীকাল থেকেই টঙ্গীতে শুরু হতে যাচ্ছে।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষথেকে, গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির আয়োজনে মাসব্যাপী গণইফতার ২০২৫ দ্বিতীয় ধাপের কার্যক্রম আগামীকাল (রোববার ৯ মার্চ) থেকে টঙ্গী পূর্ব থানার (৫৬নং ওয়ার্ড ) আমজাদ আলী সরকার গার্লস স্কুল মাঠে শুরু হচ্ছে। এতে সার্বিক তত্ত্বাবধানে করছেন, টঙ্গী পূর্বথানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্মাপক গাজী সালাউদ্দীন।দ্বিতীয় ধাপের এ কার্যক্রম চলবে আগামী শনিবার ( ১৫ মার্চ) পর্যন্ত।এরআগে রবিবার (০২ মার্চ)বিকেলে গাজীপুরে ভাওয়াল রাজবাড়ী মাঠে প্রথম দিনের কার্যক্রম শুরু হয় চলে ৮ মার্চ শনিবার পর্যন্ত। প্রথমদিন এতিম, অসহায়, ভাসমান ও সুবিধাবঞ্চিত মানুষদের সঙ্গে ইফতার করেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি।প্রথম দিনের কয়েক হাজার রোজাদারকে ইফতার করানো হয়েছে। গণইফতারের বিশেষ এই আয়োজনকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী। পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিম, অসহায়, ভাসমান ও সুবিধাবঞ্চিতদের জন্য মাসব্যাপী ইফতারের এই বিশেষ আয়োজন গাজীপুরে এটিই প্রথম ছিল।এতিম, অসহায়, ভাসমান ও সুবিধাবঞ্চিত মানুষদেরগুলো এমন আয়োজনে জন্য ধন্যবাদ জনিয়েছেন বিএনপির এই নেতাকে। জনকল্যাণ ও সেবামূলক কাজের উদ্যোগ খুশি গাজীপুর মহানগরের সাদারণ মানুষ।রনি বলেন, বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যাতে কোন রোজাদার ব্যক্তি ইফতার থেকে বঞ্চিত না হন । সেই জন্য এই ক্ষুদ্র প্রচেষ্টা। সবার সহযোগিতা পেলে আগামীতে আরও বড় করে আয়োজন করবেন বলেও জানা তিনি।রোজার প্রথম ৭ দিন থেকে ভাওয়াল রাজবাড়ী ময়দানে রোজাদারদের ইফতারের এই কার্যক্রম শেষ হয় (শনিবার ৮ মার্চ)। দ্বিতীয় ধাপের কার্যক্রম আগামীকাল (রোববার ৯ মার্চ) থেকে টঙ্গী পূর্ব থানার (৫৬নং ওয়ার্ড ) আমজাদ আলী সরকার গার্লস স্কুল মাঠে শুরু হচ্ছে। এ কার্যক্রম পরিচালনার জন্য কয়েকটি টিম করে দেয়া হয়েছে।প্রতিদিন কয়েক হাজার এতিম, অসহায়, ভাসমান ও সুবিধাবঞ্চিত মানুষের জন‍্য ইফতারে স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবারের কর্মসূচি নেওয়া হয়েছে। গাজীপুর মহানগর বিভিন্ন এলাকা পর্যাক্রমে মাস ব্যাপি চলবে এই কার্যক্রম। এই আয়োজনকে একটি মডেল কর্মসূচি উল্লেখ করে।এ কার্যক্রম পরিচালনার জন্য কমিটির আহবায়ক গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মীর হালিমুজ্জামান ননি ও সদস্য সচিব সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিন। আপ্যায়ন কমিটির আহবায়ক সিটি কর্পোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়া ও সদস্য সচিব সাইফুল ইসলাম টুটুল। শৃঙ্খলা কমিটির আহবায়ক মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আকম মোফাজ্জল হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর