নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়নের শৈলমারী গ্রামের অসহায় হিন্দু পরিবারের পাশে দাঁড়ালো চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামী।
জানা গেছে, গত ২৫ মার্চ আকস্মিক ভাবে মৃত্যুবরন করেন শৈলমারী গ্রামের শ্রী রতন কর্মকার। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্যক্ষম ব্যক্তি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে চরম দুশ্চিন্তায় পড়ে পরিবারের লোকজন। খবর পেয়ে অসহায় পরিবারটির পাশে দাঁড়ায় চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামীর জেলা আমির এ্যাড. রুহুল আমিনের নির্দেশে শুক্রবার ২৭ মার্চ সকালে শৈলমারী গ্রামে উক্ত হিন্দুবাড়ীতে যান জেলা জামায়াতে ইসলামীর নেতা আব্দুর রউফ, দর্শনা থানা জামায়াতে ইসলামীর আমির মাও. রেজাউল হক, জেলা কৃষিজীবি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম,বেগমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোশাররফ হোসেন, বেগমপুর ইউনিয়ন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম মাষ্টার, আবু বক্কর মেম্বার সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ। এসময় তারা পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং যেকোন প্রয়োজনে পাশে থাকার ঘোষনা দিয়ে আর্থিক সহযোগিতা করেন।