নিজস্ব প্রতিবেদক : সড়ককে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক বিভাগের আয়োজনে চুয়াডাঙ্গার জীবননগরে বাস, ট্রাক, মাহিন্দ্র, মাইক্রো, ইজিবাইক/থ্রি হুইলার চালকদের সচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১ টার দিকে জীবননগর থানা এলাকায় বাস, ট্রাক, মাহিন্দ্র, মাইক্রো, ইজিবাইক/থ্রি হুইলার চালকদের নিয়ে ট্রাফিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গার জীবননগর থানা এলাকায় সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রতিনিয়ত নিরালসভাবে কাজ করে যাচ্ছে ট্রাফিক বিভাগ ও জীবননগর থানা পুলিশ। তারই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মাওলা, বিপিএম-সেবা মহোদয়ের দিকনির্দেশনায় পথচারীদের জনদুর্ভোগ লাঘবে ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই উদ্যোগ গ্রহন করা হয়। উক্ত ট্রাফিক সচেতনতামূলক সভায় বিভিন্ন গাড়ির চালকদের রাস্তায় চলাচলে নিয়ম-কানুন, ট্রাফিক সিগনাল, দুর্ঘটনা প্রতিরোধে তাদের করণীয়, সুশৃংখল ভাবে ড্রাইভিং এর উপর ধারনা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন (টিআই প্রশাসন) মোঃ আমিরুল ইসলাম জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস ট্রাফিক ইন্সপেক্টর হাসান মল্লিক, ট্রাফিক ইন্সপেক্টর সোহেল রানা, সার্জেন্ট নবাব আলী, সার্জেন্ট সেলিম খান সহ ট্রাফিক বিভাগ ও জীবননগরের অফিসার ফোর্স সহ সভায় অংশগ্রহণকারী বিভিন্ন গাড়ির চালকগণ।