• মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে গাজীপুর মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে বিক্ষোভ টঙ্গীতে ভূমিদস্যুদের হাত থেকে খেলার মাঠ রক্ষার জন্য মানববন্ধন ও গনস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে বিক্ষোভ মিছিল টঙ্গীতে বিদ্যুৎ স্পৃষ্টে কাউন্সিলর প্রার্থীর মৃত্যু টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযান : দুই থানায় গ্রেফতার-৬৫ জীবননগরের গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা টঙ্গীর আব্দুল্লাহপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহফুজকে ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যাকান্ডে জড়িত ছিনতাই চক্রকে গ্রেফতার করেছে র‌্যাব-১ টঙ্গীতে মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

grambarta / ৪১ ভিউ
প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর ১টার কিছু পরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে এটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত বিমানটি বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান। এ ঘটনায় মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা আতঙ্কিত হয়ে পড়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। জানা গেছে, ঘটনার সময় মাইলস্টোন স্কুল ও কলেজে শ্রেণি কার্যক্রম চলছিল। হঠাৎ বিকট শব্দে বিমানটি ভেঙে পড়লে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। স্কুলছাত্রের অভিভাবকরা খবর পেয়ে ছুটে আসেন সন্তানদের খোঁজ নিতে। অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এটি দুর্ঘটনার কবলে পড়ে। এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে এই দুর্ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে একটি প্রশিক্ষণ বিমানকে নিচে পড়ে যেতে দেখা যায়, তবে ভিডিওটির সত্যতা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম বলেন, খবর পেয়েছি মাইলস্টোন কলেজ এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে যাচ্ছি, বিস্তারিত জানার চেষ্টা করছি। এদিকে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, ঘটনাস্থলে তাদের ৮টি ইউনিট কাজ করছে। আরও দুটি ইউনিট রওনা হয়েছে। স্থানীয় সূত্র জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলে দ্রুত উদ্ধার অভিযান শুরু হয়। কয়েকজন আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার তৎপরতা চলমান। দুর্ঘটনায় একজন মারা গেছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর