টঙ্গী গাজীপুর প্রতিনিধি : সমগ্র বাংলাদেশে কর্মরত ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের অধিকার আদায়ে কেন্দ্রীয় ফারিয়া সর্বদা বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এ্যসোসিয়েশন ( ফারিয়া) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। তিনি বলেন ঔষধ কোম্পানীর প্রতিনিধিগণ দেশের বৃহত্তম পেশাজীবী উচ্চশিক্ষিত শ্রেনীর নাগরিক হয়েও কর্মক্ষেত্রে আমরা নির্যাতিত লাঞ্ছিত ও বঞ্চিত হচ্ছি। এর থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন সংগ্রামে মাধ্যমে অধিকার আদায়ের বলিষ্ঠ থাকতে হবে সবসময়। বাংলাদেশ ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এ্যসোসিয়েশন (ফারিয়া )কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান গাজীপুর জেলার অন্যতম মডেল ফারিয়া ইউনিট টঙ্গী চেরাগ আলী শাখার নেতৃবৃন্দের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় কালে উপরিউক্ত মতবাদ ব্যক্ত করেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানী ঢাকার পথে যাত্রা বিরতিতে গাজীপুর মহানগরস্থ টঙ্গী চেরাগ আলী ফারিয়া শাখার নেতৃবৃন্দের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ফারিয়ার সহ-সাধারণ সম্পাদক, চেরাগ আলী ফারিয়া শাখার উপদেষ্টা সিরাজুল ইসলাম, গাজীপুর মহানগর ফারিয়ার সাধারণ সম্পাদক, চেরাগ আলী ফারিয়া শাখার সভাপতি ইসমাইল হোসেন, সহ-সভাপতি ইমরান হোসেন বিপ্লব, সহ-সভাপতি আব্দুল মমিন, সাধারণ সম্পাদক বিজন প্রামানিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুর আলম, কেন্দ্রীয় ফারিয়ার কার্যনির্বাহী সদস্য, গাজীপুর মহানগর ফারিয়া যুগ্ম সাধারণ সম্পাদক, চেরাগ আলী ফারিয়া শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান, চেরাগ আলী ফারিয়ার সহ-সাধারণ সম্পাদক নুর আমিন, সহ-সাধারণ সম্পাদক মোঃ দারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাকিল মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ূন আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ হাবিবুর রহমান, উপপ্রচার প্রকাশনা সম্পাদক শিহাব উদ্দিন,দপ্তর সম্পাদক পাভেল মাহমুদ,উপ-দপ্তর সম্পাদক জিয়াউদ্দিন জিয়া সহ কার্য নির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। চেরাগ আলী ফারিয়ার নেতৃবৃন্দ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানকে টঙ্গী চেরাগ আলী তে আগমন উপলক্ষে পুষ্পার্ঘ্য অর্পনের মাধ্যমে শুভেচ্ছা অভিবাদন ও স্বাগত জানান।