নিজস্ব প্রতিবেদক : দর্শনা থানাধীন গ্রীসনগর বাজারে রাতের আধারে ফার্নিচার ও চায়ের দোকান আগুন লেগে ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মিভুত হয়ে ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। রবিবার (১৮ ফেব্রুয়ারী) ভোরে গ্রীসনগর বাজারের জসিম ফার্নিচার ও পাশের একটি চায়ের দোকানে এঘটনা ঘটে। আগুন লাগার কারন জানা যায়নি, তবে স্হানীয়রা অনেকেই বলেছেন ফার্নিচারে ব্যাবহারের জন্য নেয়া ডিনেচার্ড স্প্রিরিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্হলে পৌছানোর আগেই সব কিছু পুড়ে ভস্মিভুত হয়ে যায় বলে বাজারের লোকজন জানান। দর্শনা থানাধীন তিতুদহ ইউ পি সদস্য জাহাঙ্গীর আলম ও স্থানীয়রা জানান, বাজারের সব থেকে বড় ফার্নিচারের দোকান জসিম ফার্নিচার। ঐদিন ভোরে আগুন লাগে এবং পাশের একটি চা দোকান পুড়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি গ্রস্হ হয়েছে। ফার্নিচার দোকান মালিক মোঃ জসিম উদ্দিন জানান ওর্ডারকরা ৬/৭ টি খাট রেডি ছিল এবং মুল্যবান কাঠ, নকসাকরা মেশিন, নগদটাকা সবই শেষ। দর্শনা ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়েছিল,কিন্ত আসার আগেই সব কয়লা হয়ে যায়। পাশের চা দোকানদার খোকন মিয়া জানান ফার্নিচার দোকানের সাথে আমার দোকানটিও পুড়ে ছাঁই হয়ে গেছে। স্হানীয়রা জানালেন ফার্নিচারে ব্যাবহার করা স্প্রিরিট দোকান ঘরের কোনে রাখা ছিল,ওখানেই কেউ শত্রুতা করে আগুন দিলেও দিতে পারে বলে ধারনা করা হচ্ছে। তবে কি ভাবে আগুন লেগেছে তা অবস্য কেউ বলতে পারেনি। দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান ঘটনাস্হল পরিদর্শন করে একটি রিপোর্ট দেয়া হয়েছে।