নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন হিজলগাড়ি-উথলী আঞ্চলিক সড়কের কেরু এন্ড কোম্পানির বেগমপুর ফার্ম সংলগ্ন স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে তুহিন ইমরান (১৮) নামে এক যুবক মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর ৯ দিন পর মারাগেছে শনিবার(২৪ ফেব্রয়ারী) ভোরে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত ইমরান সদর উপজেলার ছোট শলুয়া গ্রামের আশরাফুজ্জামান ওরফে সানাউল্লাহর ছেলে। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, গত ১৫ ফেব্রুয়ারী রাত ১০ দিকে তুহিন ইমরান মোটরসাইকেল চালিয়ে বেগমপুর গ্রাম হতে নিজ বাড়িতে যাওয়ার সময় বেগমপুর কেরুর ফার্মের সামনে পৌছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। এসময় আশেপাশের এবং বাড়ির লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা হাসপাতালে নিয়ে যান। চুয়াডাঙ্গা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতালে ভর্তি রাখেন। পরে তার অবস্থার অবনতি হলে ১৬ ফেব্রুয়ারী রাত ৩ টার দিতে রাজশাহী মেডিকেলে রেফার্ড করেন এবং রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ২৪ ফেব্রুয়ারী ভোর সাড়ে ৫ দিকে তুহিন ইমরান মৃত্যু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত্যু তুহিনের লাশ রাজশাহী মেডিকেলে আছে বলে জানাগেছে ।