জাহাঙ্গীর আলম : টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। রবিবার ( ১৭ ই মার্চ) সকালে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন করা হয় । পরে সকাল সাড়ে ১০টায় প্রতিষ্ঠানের একাডেমিক ভবনে অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান এর সভাপতিতে শিক্ষক প্রতিনিধি মোস্তফা কামাল এর সঞ্চালনায় বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য অধ্যক্ষ ওমর ফারুক, প্রভাষক আব্দুল মোতালেব,সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেম, সিনিয়র শিক্ষক জহির উদ্দিন, ইলিয়াস প্রমুখ। এসময় বক্তারা বলেন , বঙ্গবন্ধু মানে কোনো রূপকথার গল্প নয় বঙ্গবন্ধু মানে একটি দেশকে সৃষ্টি করার ইতিহাস,বঙ্গবন্ধু মানেই শোষক এর অত্যাচার থেকে নিপীড়িত মানুষকে বাঁচানোর এক সাহসী কন্ঠস্বর।
তিনি বলেন,বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিল বলেই আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা বাংলা ভাষায় কথা বলতে পারি আর এখানেও উপস্থিত হয়ে বক্তব্য দেওয়ার সৌভাগ্য হয়েছে আমার আপনার। জাতীয় শিশু দিবস আমাদের বঙ্গবন্ধুর শৈশব মনে করিয়ে দেয়। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। সুতরাং ভবিষ্যতে বাংলাদেশ গড়তে তোমাদেরও বঙ্গবন্ধুর মতো স্বপ্ন দেখতে হবে সোনার বাংলাদেশ গড়ার জন্য। এজন্য তোমাদের বঙ্গবন্ধুর আদর্শ লালন করতে হবে, তাঁর আদর্শ বুকে ধারণ করে সোনার মানুষ হতে হবে। বাংলাদেশ স্বাধীনতার পিছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগ এর কথা ও তুলে ধরেন। এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। অনুষ্ঠান শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।