• রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
টঙ্গীতে দুই শিশুকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন মা: পুলিশ টঙ্গীতে ফ্লাট বাসায় ভাই-বোনকে কুপিয়ে হত্যা দর্শনা জয়নগর আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার গাজীপুরে ১৮ রাউন্ড গুলি ও বিদেশি পিস্তল সহ গ্রেপ্তার-৩ গাজীপুরে ওসির প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ গাজীপুর সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দুদকের অভিযান সহ সারাদেশে একযোগে ৩৫টি সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দুদকের অভিযান  চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযান : ২০ পিচ প্যাথেডিন সহ আটক-১ সড়ককে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক বিভাগের আয়োজনে জীবননগরে ইজিবাইক/থ্রি হুইলার চালকদের সচেতনতামূলক প্রশিক্ষণ গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে টঙ্গীতে তা’মীরুল মিল্লাত শিক্ষার্থীরদের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় হামলার শিকার হয়েছেন সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক মেহেদী হাসান

চুয়াডাঙ্গায় ড্রাইভিং লাইসেন্স নবায়নের দাবিতে মানববন্ধন

grambarta / ১৪১ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : জন্ম তারিখ জটিলতায় ড্রাইভিং লাইসেন্স নবায়ন না হওয়ায় চুয়াডাঙ্গার পেশাদার গাড়ি চালকরা আবারও মানববন্ধন করেছে। দীর্ঘদিনের আন্দোলনের ফলে স্মার্ট কার্ডধারীদের কার্যক্রম সচল হলেও থমকে আছে নন-স্মার্ট কার্ডধারীদের কার্যক্রম। বুধবার (২০ ই মার্চ) সকালে চুয়াডাঙ্গা শহরের একাডেমী মোড়ে গা‌ড়ি চালক বীর মুক্তিযোদ্ধাসহ কয়েক জেলার শতাধিত গা‌ড়ি চালক ও তাদের স্বজন এ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, জাতীয় পরিচয়পত্রের সাথে জন্ম তারিখ অমিলের কারণে দীর্ঘদিন পেশাদার গা‌ড়ি চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন থমকে ছিল। এ অবস্থায় দাবি আদায়ের লক্ষ্যে চুয়াডাঙ্গাতে দু’দফা মানববন্ধন হয়। পরে বিষয়টি মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে লিখিতভাবে অবহিত করা হলে রাষ্ট্রপতির দপ্তর থেকে বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের মাধ্যমে ভু্ক্তভোগী চালকদের তালিকা গ্রহণ করা হয়। পরবির্ততে স্মার্ট কার্ডধারী চালকদের নবায়ন কাজে গতি আসলেও নন-স্মার্ট কার্ডধারীদের নবায়ন এখনো থমকে আছে। বক্তারা আ‌রো বলেন, এসব নন-স্মার্ট কার্ডধারী চালকদের লাইসেন্স নবায়নে সমস্য কোথায় তা আমাদের বোধগম্য হচ্ছে না। এসব চালকদের বিআরটিএ সদর কার্যালয়ে অনুমোদন আছে। তারা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর দু’বছর পেরিয়ে গেলেও কেবলমাত্র জন্মতারিখ অমিলের কারণে বিষয়টি ঝুলে আছে। এসব চালকের সমস্যা দ্রুত সমাধানের জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। বর্তমান অবস্থায় নন-স্মার্ট কার্ডধারী চালকরা পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়েছেন। দ্রুত তাদের সমস্যার সমাধান না হলে তাদেরকে পরিবার নিয়ে পথে বসতে হবে। মহামান্য রাষ্ট্রপতির সুদৃষ্টি কামনা করে বক্তারা বলেন, অবিলম্বে নন-স্মার্ট কার্ডধারী চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়নের কার্যকর উদ্যোগ নিতে হবে। মানববন্ধনে শ্রমিক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন এম জেনারেল, রিপন মন্ডল, মামুন অর রশিদ মামুন, সিরাজুল ইসলাম, মিল্টু জোয়র্দ্দার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর