নিজস্ব প্রতিবেদক : আ. লীগ সরকারের পতনের পর থেকেই পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি এবং রদবদল চলছে। তারই ধারাবাহিকতায় এবার ২৪ জেলার পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলি করা হয় তাদের। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখ। বদলি করা কর্মকর্তাদের মধ্যে মো. আকরামুল হোসেনকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, মোহা. মেহেদী হাসানকে রেলওয়ে পুলিশে, আল আসাদ মো. মাহফুজুল ইসলামকে ট্যুরিস্ট পুলিশে, মেহেরপুরের পুলিশ সুপার এস এম নাজমুল হককে নৌ পুলিশে, মুহাম্মদ রাশিদুল হককে সিআইডিতে, মোহাম্মদ নূরে আলমকে ময়মনসিংহের ডিআইজির কার্যালয়ে, মো. মনজুর রহমানকে নোয়াখালীর পুলিশ সুপার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে, মোহাম্মদ সাইফুল ইসলামকে পুলিশ সুপারের লিমাইডিতে, মো. মাহিদুজ্জামানকে হবিগঞ্জের পুলিশ সুপার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে, মোহাম্মদ আফরুজুল হক টুটুলকে রাজশাহীর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, মো. আসাদুজ্জামানকে রাজশাহীর সারদায়, গোলাম মোস্তফা রাসেলকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, কাজী শফিকুল আলমকে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়। মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে বরিশাল রেঞ্জ ডিআইজিতে, মাছুম আহাম্মদ ভুঞাকে রাজশাহী রেঞ্জ ডিআইজিতে, মো. সাইদুল ইসলাম, খুলনা রেঞ্জ ডিআইজিতে, আব্দুল মান্নানকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, মো. আজিম-উল-আহসানকে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, মো. সাইফুর রহমানকে সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, মো. আ. আহাদকে সারদা, রাজশাহীতে, মো. শাহজাহানকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, মো. গোলাম সবুরকে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, মো. মাসুদ আলমকে সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, মোহাম্মদ আসলাম খানকে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়।