• শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০২:২২ অপরাহ্ন

তেজগাঁও ভূমি অফিসে জেলা প্রশাসনের আকষ্মিক অভিযান : ৬ ‘দালাল’ আটক

grambarta / ১১৪ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : তেজগাঁও ভূমি অফিসে আকষ্মিক অভিযান চালিয়ে ৬ ‘দালালকে’ আটক করেছে জেলা প্রশাসক । ২৯ জানুয়ারি বুধবার সকাল সাড়ে দশটার সময় ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মো: শিবলী সাদিক এর নেতৃত্বে রাজধানীর তেজগাঁও ভূমি অফিসে আকষ্মিক অভিযান পরিচালনা করে আগত সেবা প্রার্থীদের সাথে কথা বলে ৬ জন দালালকে হাতেনাতে গ্রেফতার করা হয়, গ্রেফতারকৃতরা বিভিন্ন মানুষের নামজারি সংক্রান্ত কাগজপত্র নিয়ে ভূমি অফিসে ঘুরাঘুরি করছিলেন। তেজগাঁও থানায় সংবাদ দিলে পুলিশ আটককৃতদের গ্রেফতার করে নিয়ে যান, পরে ৬ জন দালালের বিরুদ্ধে ভূমি সহকারী কর্মকর্তা, তেজগাঁও ভূমি অফিস বাদী হয়ে মামলা দায়ের করেন। জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, ‘ভূমি অফিসে নাগরিক সেবা দ্রুততম সময়ে দিতে এরকম আকস্মিক অভিযান অব্যাহত থাকবে। সব অনিয়মের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। ভূমি অফিসে কোনো অনিয়ম হলে আমাদেরকে জানাতে সেবাপ্রত্যাশীদের অনুরোধ করছি।’অভিযান পরিচালনার সময় সহকারী কমিশনার ( ভূমি), তেজগাঁও রাজস্ব সার্কেল শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীন, ভূমি সহকারী কর্মকর্তা, তেজগাঁও ভূমি অফিসসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর