নিজস্ব প্রতিবেদক : পুলিশী সেবা গতিশীল করতে চুয়াডাঙ্গা সদর ফাঁড়িতে একটি পিকআপ সরবরাহ করেছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার। রোববার ১ ডিসেম্বর বেলা সাড়ে ১২ ঘটিকার সময় আনুষ্ঠানিকভাবে চুয়াডাঙ্গা সদর পুলিশ ফাঁড়ীতে ১টি পিকআপ গাড়ী সরবরাহ করেন। চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বিপিএম-সেবা’র জেলা পুলিশের অপারেশনাল কাজে ব্যবহৃত যানবাহন প্রয়োজনের তুলনায় অপ্রতুলতার কারণে একটি পিকআপ সরবরাহ করা হয়েছে। রোববার ১ ডিসেম্বর বেলা সাড়ে ১২ ঘটিকার সময় আনুষ্ঠানিকভাবে চুয়াডাঙ্গা সদর পুলিশ ফাঁড়ীতে ১টি পিকআপ গাড়ী সরবরাহ করেন। যার দরুন পুলিশী সেবা গতিশীল হবে। উক্ত শুভক্ষণে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রিয়াজুল ইসলাম, (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স।