• শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে ১৮ রাউন্ড গুলি ও বিদেশি পিস্তল সহ গ্রেপ্তার-৩ গাজীপুরে ওসির প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ গাজীপুর সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দুদকের অভিযান সহ সারাদেশে একযোগে ৩৫টি সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দুদকের অভিযান  চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযান : ২০ পিচ প্যাথেডিন সহ আটক-১ সড়ককে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক বিভাগের আয়োজনে জীবননগরে ইজিবাইক/থ্রি হুইলার চালকদের সচেতনতামূলক প্রশিক্ষণ গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে টঙ্গীতে তা’মীরুল মিল্লাত শিক্ষার্থীরদের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় হামলার শিকার হয়েছেন সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক মেহেদী হাসান টঙ্গীতে মাদক কারবারে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম থানায় আগত সেবা প্রত্যাশীদের তাৎক্ষণিক পুলিশী সেবা পৌঁছে দিতে প্রতিটি থানায় কুইক রেসপন্স টিম গঠন : মোটর সাইকেল প্রদান টঙ্গীতে গাড়ির ধাক্কায় নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

নাটোরে শহরের ফুটপাত থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ

grambarta / ৯৪ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

নাটোর প্রতিনিধি : নাটোরে শহরের ফুটপাত থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান চলছে। আজ বুধবার সকাল থেকে এই উচ্ছেদ অভিযান চলছে। নাটোর সড়ক ও জনপথ বিভাগ জেলা প্রশাসনের সহায়তায় এই উচ্ছেদ কার্ক্রম পরিচালনা করে। এর আগে জনগণের চলাচলের জন্য জনস্বার্থে উচ্ছেদের নোটিশ দেন সড়ক ও জনপথ বিভাগ। পরে নাটোরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত এই কার্যক্রম পরিচালনার আদেশ দেন। আদালতের নির্দেশে বুধবার (০৮ ডিসেম্বর) নাটোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে সড়ক ও জনপথ বিভাগ এবং পুলিশের সহায়তায় শহরের প্রধান সড়কের হরিশপুর বাইপাস থেকে মাদরাসা মোড় হয়ে বেলঘরিয়া বাইপাস মোড় এবং পুলিশ সুপারের অফিস পর্যন্ত ফুটপাত এবং সড়ক দখলমুক্ত করার অভিযান পরিচালনা করেন। গত মাসে নাটোর সড়ক ও জনপথ বিভাগ ২৬ তারিখে সড়ক প্রচারিত একটি সংবাদ প্রচার করে একাত্তর টিভি “নাটোরে ব্যবসায়ীদের দখলে ফুটপাত” শিরোনামে সংবাদটি আমলী ম্যাজিস্ট্রেটের নজরে এলে গত ২ ডিসেম্বর নাটোরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রওশন আলম জনস্বার্থ বিবেচনায় এই আদেশ দেন। ফুটপাতের অবৈধ দখলদাররা নির্ধারিত সময়ে স্থাপনা অপসারণ করে দখল ছেড়ে দিলে সে বিষয়ে প্রতিবেদন দাখিল করতে তদন্তকারী কর্মকর্তাকে আগামী ২৮ ডিসেম্বরে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন আদালত। নাটোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহি প্রকৌশলী,মো. কামরুল ইসলাম, বলেন ফুটপাতের যেসব অবৈধ দখলদাররা দখল ছেড়ে দিবে না, তাদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করতে তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়।সেই নির্দেশের আলোকেই উচ্ছেদ অভিযান চালানো হয়। তবে দখল উচ্ছেদ পরিচালনা করায় ফুটপাথের দরিদ্র ব্যবসায়িরা কর্মহীন হয়ে পড়েছেন। পরিবার নিয়ে তারা কি করবেন সে বিষয়ে নিরুপায় হয়ে পড়েছেন।পরিবার পরিজন নিয়ে চলার স্বার্থে তারা জেলা প্রশাসকের কাছে তাদের বিকল্প জায়গায় ব্যবসা করার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জেলা প্রশাসক আসমা শাহীন বলেন তারা বিকল্প জায়গায় তাদের পুনর্বাসনের বিষয়টি বিবেচনা করছেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর