নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ পিস অবৈধ মাদকদ্রব্য প্যাথেডিন সহ এক মাদক কারবারিকে আটক করেছে। বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১ টার সময় চুয়াডাঙ্গা সদর থানাধীন দৌলতদিয়ার নতুন ব্রিজ সংলগ্ন সর্দ্দারপাড়া রোডস্থ ভাই ভাই ডেকোরেটর লাইটিং ও ইভেন্ট ম্যানেজমেন্ট এর সামনে পাঁকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা’র সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মোঃ তোরগুল হাসান সোহাগ, এএসআই (নিঃ) আবু আল ইমরান, এএসআই(নিঃ) মোঃ মামুনুর রহমান সহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর থানাধীন দৌলতদিয়ার নতুন ব্রিজ সংলগ্ন সর্দ্দারপাড়া রোডস্থ ভাই ভাই ডেকোরেটর লাইটিং ও ইভেন্ট ম্যানেজমেন্ট এর সামনে পাঁকা রাস্তার উপর। এসময় আটক করা হয় আলামডাঙ্গা উপজেলার আসমান খালি গ্রামের ইউনুস মিয়ার ছেলে রিপন মিয়া (৪৫) কে। আসামীর হেফাজত হতে উদ্ধার করা হয় ২০(বিশ) পিস অবৈধ মাদকদ্রব্য প্যাথেডিন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়ছে ।