নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমদের প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে পুলিশ কমিশনার কার্যালয়ে যায়। পরে ছাত্রদের একটি প্রতিনিধি দল অতিরিক্ত পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাত করেন অভিযোগপত্র দিয়েছেন। বিক্ষোভরত শিক্ষার্থীরা জানান, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নির্যাতনের শিকার ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী ও ছাত্রনেতা জাকারিয়া হাসানের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা। মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে এবং ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সাবেক ছাত্রলীগের নেতা ফরিদুল ইসলামসহ দোসরদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করে। মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে গড়িমসি করার অভিযোগ এনে শিক্ষার্থীরা বাসন থানার ওসিকে প্রত্যাহার দাবি জানিয়ে বিক্ষোভ করে। বিক্ষোভে বক্তব্য রাখেন বাসন থানা বিএনপির দপ্তর সম্পাদক খোরশেদ আলম, গাজীপুর জজ কোর্টের আইনজীবী সোহেল রানা, শ্রমিকদলের কর্মী নুরুল ইসলাম, স্থানীয় বাসিন্দা কাজী মামুন, জাহিদ হাসান, ছাত্রদল নেতা মুরাদ মির্জাসহ কলেজের শিক্ষার্থীরা। পরে বিক্ষোভকারীরা গাজীপুর পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এবিষয়ে বাসন থানার ওসি কায়সার আহমেদ বলেন, মারামারি সংক্রান্ত একটি মামলার আসামিরা ধরা না পড়ায় কিছু শিক্ষার্থী আমার উপর ক্ষুব্ধ থাকায় বিক্ষোভ করেছেন। আমার বিরুদ্ধে বিক্ষোভকারীরা যেসব অভিযোগ করেছেন, তা মিথ্যা ও বানোয়াট। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার জাহিদ হাসান বলেন, বিক্ষোভকারীরা ওসির বিরুদ্ধে যে সকল অভিযোগ করেছেন, তা তদন্ত করে দেখা হবে। দোষী সাবস্ত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।