• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম
জামায়াতে ইসলামী আদর্শ থেকে এক চুলও বিচ্যুত হয় না : কর্মী সমাবেশে-রুহুল আমীন চুয়াডাঙ্গা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন : সভাপতি মাহমুদুল হাসান খান বাবু, সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ নাটোরে অবৈধভাবে আলু মজুদ করায় ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা ১৪ বছর পর চুয়াডাঙ্গায় বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত শিবগঞ্জে শিশুদের সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত সিংড়ায় জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাংলাদেশ অনলাইন তৃণমূল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন : চেয়ারম্যান মনির ও মহাসচিব শাওন নাটোরে বিপুল পরিমাণ জাল নোট সহ পাঁচজন আটক চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র অভিযানে ৩০৬ গ্রাম ওজনের ভারতীয় তৈরীকৃত স্বর্ণের গহনা জব্দ   কুষ্টিয়া র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি আটক

দর্শনায় জাতীয় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

grambarta / ৭৯ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার দর্শনায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দর্শনা পৌরসভার আয়োজনে বুধবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে দর্শনা সরকারি কলেজ চত্বরে অবস্থিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে পুষ্পস্তবক অর্পণ দিয়ে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মোঃ আলী আজগার টগর (এমপি), দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলী মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র মোঃ আতিয়ার রহমান হাবু, দর্শনা থানা পুলিশের পক্ষে দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার শাহ , দর্শনা পৌর নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ, দর্শনা সরকারি কলেজের অধ্যাপক এম মফিজুর রহমান। এরপর পর্যায়ে ক্রমে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, দর্শনা প্রেসক্লাব, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, ছাত্র লীগ, দর্শনা কলেজ ছাত্র লীগ, দর্শনা পৌরসভার সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল ৮ টায় দর্শনা বাজার মাঠে দর্শনা পৌরসভার আয়োজনে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মোঃ আলী আজগার টগর (এমপি) কালো পতাকা উত্তোলন করেন দর্শনা পৌরসভার মেয়র আতিয়ার রহমান ও দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলী মুনছুর বাবু। এর পর শহিদদের প্রতি সম্মান প্রদর্শন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। তারপর দেশ গঠনে শপথ পাঠ করা হয় শপথ বাক্যে পাঠ করান দর্শনা সরকারি কলেজ ভারপ্রাপ্ত অধ্যাপক এম মফিজুর রহমান । অনুষ্ঠানটি পরিচালনা করেন দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ। একটি র্যালী বের হয়ে বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দর্শনা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শহিদের প্রতি পুষ্প স্তাবক ও শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সকাল সাড়ে ৯টায় দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে সম্মেলন কক্ষে আলোচনা সভা ও রচনা, গান, নৃত্যসহ বিজয়ী প্রতিযোগিতাদের মাঝে পুরস্কার বিতরণ করা করা হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৫২ সালের আজকের এই দিনে ভাষা আন্দোলন দমন করতে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার ঢাকায় ১৪৪ ধারা জারি করে। ১৪৪ ধারা জারি ভঙ্গ ছাত্ররা মিছিল করেন। পাকিস্তানি বাহিনী সেই মিছিলে গুলি চালায়। গুলিতে শহীদ হন রফিক, শফিক, সালাম, বরকত, জব্বারসহ অনেকই। তাঁদের স্মরণেই এই শহীদ মিনারের সামনে এসে সকলেই বিনম্র শ্রদ্ধা জানায়। শ্রদ্ধা-ভালোবাসার ফুলে ছেয়ে যায় মিনারের বেদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর