• বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম
জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে দামুড়হুদায় রক্তক্ষয়ী সংঘর্ষ : নারীসহ আহত-২২ গাজায় ইসরাইলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল : ফিলিস্তিন মুসলমানদের মুক্তি ও শান্তি কামনায় মোনাজাত চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযান: ১’শ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-১ দর্শনা থানা পুলিশের বিশেষ অভিযান : একাধিক মামলার আসামী ওয়াসীম আটক, ধারালো ছুরি ও চাইনিজ কুড়াল উদ্ধার বিয়েবাড়িতে গন্ডগোলের জেরে বর সহ কয়েকজন অবরুদ্ধ : ভুক্তভোগীদের উদ্ধার করতে গিয়ে ওসি নিজেই বিপাকে, উদ্ধার করল সেনাবাহিনী জীবননগরে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্রসহ ৫রাউন্ড গুলি উদ্ধার পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা

সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জম্মদিন ও শিশু দিবস পালিত

grambarta / ১৩৭ ভিউ
প্রকাশের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪

জাহাঙ্গীর আলম : যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। এ স্লোগান কে সামনে রেখে গাজীপুরের টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপিত হয়েছে। রোববার ১৭ ই মার্চ এ উপলক্ষে সকালে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি শ্রেণি কক্ষে গিয়ে শিক্ষার্থীদের মাঝে মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন বিষয়ক ও আত্মজীবনী তুলে ধরাসহ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্ম, দক্ষতা ও অর্জনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং শিশু শিক্ষার্থীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কলেজের অধ্যক্ষ ওয়াদুদুর রহমান। এরপর কলেজের একাডেমিক ভবনের অডিটোরিয়ামে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোঃ গুলজার হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী শাখা) মোঃ আব্বাস আলী, ভোকেশনাল ইনচার্জ হাবিবুর রহমান, শিক্ষক প্রতিনিধি মোঃ আলতাফ হোসেন, সিনিয়র শিক্ষক মোঃ আবু বক্কর সিদ্দিক, সুরুজ্জামান সরকার, হাবিবুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন শিক্ষক মন্ডলী। এরপর বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়াপাঠ করেন ধর্ম শিক্ষক মোঃ খাইরুল ইসলাম মল্লিক। এসময় অন্যান্য শিক্ষক -শিক্ষিকাসহ ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। উল্লেখ, ১৯২০ সালে ফরিদপুরের টুঙ্গিপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর