নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার সি,এন্ড,বি পাড়ার কৃষক আপিল উদ্দীনের ৪১ শতক জমিতে লাগানো প্রায় ৫০০ পেঁপে গাছ কেটে দেয়া দুষ্কৃতিকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৮ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা সি,এন্ড,বি পাড়ার চরের মাঠে কৃষক আপিল উদ্দীনের কেটে দেয়া পেঁপে বাগানে এই সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। জানা যায়, গত ১৫ এপ্রিল সোমবার আনুমানিক সকাল ৮ টার দিকে স্থানীয় পৌর কাউন্সিলর মনছুর আলী মনো ও রবিউল ইসলামের নেতৃত্বে পাঁচ/সাত জন দুষ্কৃতিকারী আপিল উদ্দীনের ৪১ শতক জমিতে লাগানো প্রায় ৫০০ পেঁপে গাছ কেটে দেয়। বিষয়টি জানতে পেরে ভুক্তভোগী কৃষক আপিল উদ্দীন চুয়াডাঙ্গা সদর থানায় একটি অভিযোগ দাখিল করেন। কিন্তু গত দুইদিনেও দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়ায় চুয়াডাঙ্গা জেলা কৃষকজোট ও স্থানীয় কৃষকদের পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা কৃষক জোটের সাধারণ সম্পাদক শাহজাহান আলী বিশ্বাস, ভুক্তভোগী কৃষক আপিল উদ্দীন, কৃষক নেতা ওমর আলী মন্ডল, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর, ইকরামুল প্রমুখ। বক্তারা স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে চিহ্নিত দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিগ্রস্ত কৃষক আপিল উদ্দীনের ক্ষতিপূরণ প্রদানের দাবী জানান। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে কৃষক জোট নেতৃবৃন্দসহ স্থানীয় শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।