• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
টঙ্গী সাব-রেজিস্ট্রার ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি জাহাঙ্গীর সম্পাদক বকুল সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন বড়াইগ্রামে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ১০ শিবগঞ্জে সম্পত্তি আত্মসাৎ ও গাজলু (ভারসাম্যহীন) গুমের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরনের বিচারের দাবিতে টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল বৃহস্পতিবার সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া দর্শনায় আখরোপন লক্ষ্যমাত্রা অর্জন ও পরিস্কার -পরিচ্ছন্ন আখ সরবরাহ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত  তারা যেন আবেগের বশে জাতির প্রত্যাশার বাইরে কাজ না করে, চুয়াডাঙ্গায় জামায়াতের আমির চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ ফেনসিডিলসহ জামাই-শাশুড়ি আটক ধর্ষণ মামলা তুলে না নেয়ায় বাদীকে হত্যার চেষ্টা,  নিরাত্তাহীনতায় ভুক্তভোগী

রমজানে ব্যবসায়ীদের মানবিক হওয়ার আহ্বান বাণিজ্য প্রতিমন্ত্রীর

grambarta / ৯০ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :  রমজানে সুযোগ হিসাবে না নিয়ে মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, রমজানে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে নিত্য পণ্য বিক্রির ক্ষেত্রে উদার হয়, আমাদের এখানে সুযোগ হিসেবে নেয়। ১৪ ফেব্রুয়ারি এমসিসিআই আয়োজিত মধ্যাহ্নভোজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমসিসিআই এর সভাপতি কামরান টি রহমান।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, রমজান মাসে পণ্যের চাহিদা বাড়ে। এ জন্য ব্যবসায়ীদেরও মানবিক হতে হবে। ব্যবসার পাশাপাশি সিএসআর এর অংশ হিসেবে যেখানে কম আয়ের মানুষের বসবাস বা শ্রমজীবী মানুষের বসবাস সে সব স্থানে ন্যায্য মূল্যে নিত্যপণ্য বিক্রি করুন। সেটা হতে পারে নিজ কারখানার শ্রমিকদের মাঝে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা। সারাদিন কারখানায় কাজ করার পর বাসায় ফেরার সময় নিত্যপণ্যগুলো ন্যায্যমূল্যে পেলো, এতে উৎপাদন বাড়বে। তাতে বাজারের উপরও চাপ কমবে। সারা বিশ্বের মানুষ রমজানে চ্যারিটি করে, আন্তরিক হয়, আপনারও তা করুণ, বলেন তিনি।
তিনি বলেন, ভোক্তা অধিদপ্তর যাতে কোন ভাবে ব্যবসায়ীদের জন্যে প্রতিবন্ধকতা তা হন। আমাদের নির্দেশ আছে, তারা বাজারে গেলে ওই বাজার সমিতির কাউকে সঙ্গে নিয়ে পর্যবেক্ষণের কাজ করতে হবে।বাজারের ছোট্ট খাটো ব্যবসায়ীকে ফাইন না করে পণ্যের রুট, চালের যেমন মিলার পর্যায়ে ব্যবস্থা নেবো। আমরা সে রকম পেয়েছিও। আমরা ব্যবস্থাও নিচ্ছি। চালের খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে আমরা কোন ব্যবস্থা নিচ্ছি না। আগামী ১ মার্চ থেকে পণ্যের গায়ে মূল্য লেখা থাকবে। এর ফলে বেশি দাম নেওয়ার প্রবণতা আর থাকবে না। এক মাসেই এনবিআর-এর সমস্যার সন্মুখীন করেছেন বলেন জানান প্রতিমন্ত্রী। তিনি, নিত্যপণ্যে শুল্ক উঠানোর জন্য চিঠি দিয়ে তিন সপ্তাহ অপেক্ষা করতে হয়েছে। এনবিআর এর যুক্তি হল, সারা বিশ্বে সব চেয়ে কম রাজস্ব-জিডিপি বাংলাদেশের। এ জন্য তাদের কাজটি করতে হিসাব-নিকাশ করতে হয়। ব্যবসা সহজি করণে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ করা হয়েছে। সহজিকরণ করতে আরও কী করণীয় আছে তা করা হবে। এক সময় বিদ্যুৎ নিয়ন্ত্রণের বাইরে ছিল, এখন তা নেই। তবে আন্তর্জাতিক বাজারের কারণে জ্বালানির সমস্যা হচ্ছে। এগুলো আমরা দেখছি। অনুষ্ঠানে এমসিসিআই এর সহ-সভাপতি হাবিবুল্লাহ বাহার বলেন, টিসিবিকে শক্তিশালী করার কাজ চলছে টিসিবির মাধ্যমে এক কোটি পরিবারকে কম দামে মাসে পাঁচটি খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। রমজান মাসে দুইবার দেওয়া হবে। টিসিবিকে সেই জায়গায় নিয়ে যাওয়া হবে যাতে রপ্তানি করতে পারে।সরকার একটি গ্রাম একটি পণ্য ধারা নিয়ে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে টিসিবিও ভূমিকা পালন করতে পারে। কৃষিজাত পণ্য রপ্তানিকারক সমিতির সভাপতি সফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নিত্যপণ্য মানুষের নাগালের মধ্যে নেওয়া প্রধান কাজ। আর তা করতে সরকারের হাতে যে অস্ত্র আছে তা প্রয়োগ করতে হবে। টিসিবির মাধ্যমে মানুষের কাছে নিত্য পণ্য পৌঁছে দিতে হবে। এটা করতে পারলে বাজারে কোনো সিন্ডিকেট কাজ করবে না। মুক্ত আলোচনায়, এমসিসিআইয়ের সাবেক সভাপতি নিহাদ কবীর বলেন, পণ্য বহুমুখিকরণের কথা বলা হচ্ছে। কিন্তু বহুমুখী করতে চামড়া শিল্পের সিটিপির মত পেছনের কাজগুলো নিয়ে কথা বলা হচ্ছে না। এগুলো করতে না পারলে পণ্য বা বাজার বহুমুখী করার কাজটি এগুবে না। এমসিসিআই সদস্য সৌমিত্র মৎসুদ্দি বলেন, আমলারা ব্যবসা করে না, বোঝে না। এ জন্য বাজারে গিয়ে এমন সব কথা বলে যা হাস্যকর হয়। আমাদের সাথে আলোচনার দরজা খোলা রাখেন, যাতে আলোচনা করা যায়। বাজার অস্থিরতা জন্য সবাইকে ঢালাওভাবে দোষ দেবেন না। যারা দোষ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। সরকারকে দুষ্টের দমন আর শিষ্টের পালন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর